মহালয়া , শিরোনাম -শারদ সংখ্যা
মহালয়া , শিরোনাম -শারদ সংখ্যা


আদ্যশক্তির বরে জন্মিল সতী দক্ষরাজের ঘরে।
শিবআরধনায় সিদ্ধ হয়ে বরমাল্য দিল তারে।
তাদের বিয়েতে পিতার অমতে না পেল সম্মতি।
শ্মশান ছাড়িয়া বাধিল ঘর কৈলাসে বসতি।
বিনা নিমন্ত্রণে সতী দক্ষের যজ্ঞে আসিল।
পতির অপমানে যজ্ঞের আগুনে আহুতি দিল।
যোগেশ্বর সতীর দেহকে কাধে তুলিয়া যজ্ঞ করিল পন্ড।
ভয়ে ব্রহ্মা পিছে থেকে দেহকে করিল একান্ন খন্ড।
পুনজন্মে পার্বতী নাশিনী রুপ নিল।
মৃত্যুঞ্জয়ের পত্নী দূর্গার কাছে দেবতারা অস্ত্র দিল।
নারীর হাতে অসুর বিজয়ে অসুরের মহা লয়।
শারদীয় আগমনীর মাতৃপক্ষের মহালয়।