STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Tragedy Inspirational Others

3  

আরিয়ানা ইচ্ছা

Tragedy Inspirational Others

মাকে লেখা চিঠি

মাকে লেখা চিঠি

1 min
307


মাকে লেখা চিঠি আমার,


হয়না দেওয়া আজও,


লিখেছিলাম সেইযে কবে


মন খারাপের মাঝও!


মাযে আমার খুবই প্রিয়


অনেক বেশী দামী,


মাযে আমার কাছে কি,তা


জানি শুধু আমি।


মাকে আমি পাইনি কভু ছোট


যখন ছিলাম,


বড় হয়ে মাকি বুঝে দূরে সরে


গেলাম।


মা'র কাছে খুবই আপন হতে


পারিনি আমি,


নয় আমি মায়ের ভালো মেয়ে নয়


আমি দামী।


মা'কে আমি বোঝাতে চাই


কত ভালোবাসি,


মা'কে ভাবি অনেক আপন তাই


মায়ের কাছে আসি।


মায়ের পায়ে বেহেশত আমার


মা তাই অনেক কিছু,


মাকে লেখা চিঠি তাই ছাড়েনি


আজও পিছু।


  


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Tragedy