মা কালীর কবিতা
মা কালীর কবিতা
তোর তৈরি ফুল দিয়ে তোকে পূজা করি।
তোর তৈরি ধূপদীপ দিয়ে তোকে দেখাই আরতি।।
তুই দিয়েছিস দুঃখ তাই তোর কাছে কাঁদি।
তুই দিয়েছিস অভাব তাই তোকে দূর করতে বলি।।
তুই দিয়েছিস শক্তি তাই জগতে কাজ করি।
তুই দিয়েছিস মন তাই তোকে সেথায় রাখার জন্য বাতুল হয়ে উঠি।।
তুই বানিয়েছিস মাটি তাই দিয়ে তোর মূর্তি গড়ি।
তুই বানিয়েছিস আমায় তাই আমি তোকে ডাকি।।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/১২/২০২৩
