STORYMIRROR

Arghyadeep Chakraborty

Abstract Inspirational Others

3  

Arghyadeep Chakraborty

Abstract Inspirational Others

মা কালীর কবিতা

মা কালীর কবিতা

1 min
197


আমি সকল কাজের পাই গো সময়

শুধু মাকে ডাকার বেলায় পাই না।

আমি ভুলে যাই মাকে

তবু মা ভোলে না আমায়।


আমি মা'র থেকে চলে যাই দূরে

তবু মা আমার কাছেই থাকে।

পোড়া নয়ন দুটি পায় না দেখতে

বোঝেনা সবই মায়ের মায়া যে।


তাই তো নিজেকে বলি 

বিপদকালে যে বাঁচাবে ডাক তাকে সময় করে

নিদানকালে যে শিয়রের কাছে এসে থাকবে বসে ডাক তাকে সময় করে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract