মা তারার কবিতা
মা তারার কবিতা
শুধু তোরা জয় তারা জয় তারা বল
জয় তারা জয় তারা বল।
রোগ জ্বরা ব্যধি থেকে পাবি মুক্তি
শুধু এই নাম জপিস যদি।
শত্রুও পারবে না করতে ক্ষতি
শুধু এই নাম জপিস যদি।
তারানাথ এত শক্তি পেল কোথা থেকে?
শুধু এই নাম জপে জপে।
বামাক্ষ্যাপা কীভাবে পেল তাঁকে?
শুধু এই নাম জপে জপে।
মা তারা কল্পতরুর সমান রে
তাঁর কাছে যা চাইবি তাই পাবি।
শুধু যদি ভালোবেসে এই নামে ডুবে
তাঁকে ডাকিস রে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী