লকডাউন এর পাঁচালি
লকডাউন এর পাঁচালি


লকডাউন এ থাকতে গিয়ে,
বুঝলাম এবার হারে হারে -
সত্যি মোরা দশভুজা,
করছি দেখো কেমন আমরা রান্না ও বাসন মাজা!!
তার সাথে আবার আছে কাপড় এবং বাগান করার সাজা!
কাজের যে নেই শেষ হায় ভগবান!
ছুটির মানে গেলো বদলে পুরোপুরি -
"উইকেন্ড" মানে তো নয় আর আরাম আর নো হুড়োহুড়
আগে ভাবতাম এই তো আসছে "স্যাটারডে" করবো একটু "রিলাক্স",
এখন খালি ভাবি "স্যাটারডে"-তে নেইকো "অফিস", এগিয়ে রাখা যায় কিকি কাজ
স্বপ্নেও দেখি এখন - "হাউ টু ইন্ক্রিস এফিসিয়েন্সি"-
অফিস এর কাজের নয় কো, নিজের "রেসিডেন্স" - এর ই
আছে বাড়িতে ছোটো বড়ো অনেক "অ্যাসিস্ট্যান্ট"
কিন্তু বাড়ির "সি ই ও" তো তুমি একজনই "কনস্ট্যান্ট"।
এবার ভাবছি লোকডাউন টি হয়ে গেলে শেষ,
করবো পদত্যাগ , থাকবো বসে পায়ের ওপর পা তুলে "উইথ সাম স্বাগ"।।