করোনা
করোনা
ওগো করোনা,
তুমি মোদের, করো-না করুণা
আমরা একদিন তোমাকে জয় করবো,
যুদ্ধ জয়ের জাতি মোরা,
করিনা কাউরে ভয়,
রাত পোহালেই উঠবে সূর্য,
করবো মোরা দিগ্বিজয়।
আবার আমরা বের হবো
কাঁধে কাঁধ মিলিয়ে চলবো,
রাত-দিন এক করে,
অর্থনীতিতে এগিয়ে যাবো।
শুনলাম তুমি নাকি, যাবে না
তবুও আমরা এগিয়ে যাবো
সমৃদ্ধির খাতায় নাম লেখাবো
ছোট্ট এই বাংলাদেশকে,
নতুন রঙে রাঙিয়ে তুলবো
সাত রঙের রংধনুতে, উঠবে
বাংলার নাম
করোনা তুমি
চিরস্থায়ী নও,
হও তুমি কুপোকাত।