Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Tuhina Datta

Fantasy Inspirational Others

3  

Tuhina Datta

Fantasy Inspirational Others

করোনা অসুর

করোনা অসুর

1 min
269



দিনগুলো সব কাটছিল বেশ

মিশেছিল সুখ-দুঃখের রেশ

কি করে যেন সব উল্টে গেল

করোনা অসুরের উদয় হল।


চীন দেশেতে জন্মে অবশেষে, 

গেল পৃথিবীর মানুষেতে মিশে

ইন্ডিয়া কেও ছাড়লো না সে

দিল এদেশের ও জীবন কে পিষে।


ছোট বড় ঘর বন্দী যে হলো

পড়াশুনা কাজ শিকেয় উঠলো

দোকান ব্যবসা হলো সব ইতি

করে খায় শুধু আনাজ আর মুদি।


কত শত লোক কাজ হারালো

পরিযায়ী শ্রমিক জীবন দিল

ট্যাক্সি বাস-অটো পরিবহন

লকডাউনে হলো ক্ষতি অগণন।


ক্রমে চলে বেড়ে করোনার খেলা

প্রশাসন হয় মাথা খুঁড়ে সারা

হয় ডাক্তার নার্স নাজেহাল

তবু করোনার পায় না নাগাল।


নিয়মমাফিক চলে হাত ধোয়া

স্যানিটাইজার আর মাস্ক পরা

ঘর থেকে কোন কাজে বের হলে

পরিধেয় ধোয়া সাবানের জলে।


কোপে কত লোক পড়ে করোনার

কিছু ভালো হয়ে ফেরে যে আবার

তবে কোনো রোগ থাকলে শরীরে

দেয় না মুক্তি করোনা যে তারে।


তবু এত ক্ষতি বাঁচাতে দেশে

আনলক ক্রিয়া শুরু হলো শেষে

তাতে হুহু বাড়ে করোনার বাড়

কিবা করে এতে প্রশাসন আর।


করোনা দাওয়াই বের হলো তবু

হলো না করোনা পুরোপুরি কাবু

অধরা রইল এখনো যে টিকা

করোনা রুখতে দরকারি যেটা।


নানা দেশে আর ভারতেও কত

টিকা সন্ধানে বিজ্ঞানী রত

কোনটা হারছে কোনটা জিতছে

নাই জানা কত ভাবি আর মিছে।


মা দুর্গা গো তুমি এসো ধরণীতে

অশেষ মিনতি তোমারি কাছেতে

বদ করো মাগো করোনা অসুর

তুমি বিনা আছে সাধ্য কারুর?

দাও ফিরে মাগো মোদের শান্তি

সমূলে বিনাশ করো অশান্তি।


          


Rate this content
Log in

More bengali poem from Tuhina Datta

Similar bengali poem from Fantasy