কবিতা কলোনি
কবিতা কলোনি
নীরব হয়ে ওঠা কবিতা কলোনিতে
ভাঙছে রাতদিন ঘুমের স্ট্রাকচার-
একলা দ্রোহ থাক শিথিল চারিভিতে
অচেনা মুখেরাই স্বপ্নে আকছার।
একদা প্রেম ছিল, এখনো ক্ষতদাগ
গোলাপে কাঁটা থাকে, কাঁটায় মেটাফর
অন্ধকার গলি, শমিত সংরাগ-
ছন্দহীন স্ট্রিটে গুঙিয়ে ওঠে ঝড়।
এখানে পড়শীরা মুখোশ ছিঁড়ে ফেলে,
এখানে আবস্ট্রাক্ট অচেনা অবয়ব;
পুরোন সিনটাক্স ধেবড়ে কালি ঢেলে-
প্রাচীন শব্দের গলিত মৃত শব।
কবিতা কলোনিতে তারার স্ট্রিটল্যাম্প
বর্ষা সা মা গা পা, ভিজছে ছায়াপথ-
নিভৃত বনবীথি একলা পেতে ক্যাম্প:
দেখেছি অহমিকা আভূমি অবনত।
কবিতা-কলোনি? এর ঠিকানা কি?
চিতাকাঠের ঘ্রান, শরীরে মাখা ঘি।