বৃষ্টি সকাল
বৃষ্টি সকাল


থমকে দাঁড়ায়
হলুদ পাতারা...
বৃষ্টি নামছে আলোকুচি ওই মেঘ পাড় ছুঁয়ে
পাড়ায় পাড়ায় কচিকুচোদের হুল্লোড় তুলে নৌকো ভাসান
জলভরা মেঘ, ভাসমান নদী হঠাৎ থামছে
ভাঙা পারে ওই উথলোন স্রোত
আবার তোমাকে দেখতে পেয়েই
থমকে যাচ্ছে হলুদ পাতার ঝরে পড়া.....
আর একটু দেরীর
অবকাশে
মেঘ গাঢ় নদী
সবকিছু ওই আলোর মুকুট......
বৃষ্টি থামল।