ডাহুক
ডাহুক


একটি পাখির ডাক শুনে
ডাহুকের কথা মনে হয়
ডাহুক তো নয়
শুধু তার ডাকে
হারানোর নাব্যতা থাকে।
আর অন্ধকার
একান্তে ঘনায়
চরাচরে তার।
নীল ক্যানভাসে
জোনাকির ভিড়
অশরীর
স্মৃতির আকাশে।
জলজ নূপুর
শব্দর বেজে ওঠে
এ রাত দুপুর।
আমাকে এমন করে
কেন যে জাগাও....
ঘুমহীন ওষুধ ফয়েল
চার্চের বেল
বেজে ওঠে মধ্যযামে
স্বপ্ন- স্টেশনে
আলোহীন ট্রেন এসে থামে।
সেই এক
যুবতী যাজিকা
কালো গাউনে ঢাকা
না দেখা
স্তন বিভাজিকা
নিহত কামনা
একা রাত,নক্ষত্র গোনা।
গলা চেরা ডাকে
ভুলে যাওয়া ডাহুকের
অনুষঙ্গ থাকে।