STORYMIRROR

Soumyajit Sur

Drama

3  

Soumyajit Sur

Drama

জীবনের পর্দা

জীবনের পর্দা

1 min
33.5K


সিনেমা হল,

সেখানে তো আমরা কমবেশি সবাই যাই :

অথচ কজনই তার অন্তর্নিহিত সত্য বুঝতে পারি‌,

পারি না বললে ভালো হয় কজন বুঝতে চাই ?

সিনেমা হলে পর্দার ওপর ফুটে ওঠা আলো,

যা পর্দাকে আকর্ষণীয় করে তোলে,

সেই পর্দার শোষণই ঐ আলোর

জীবন দুর্বিষহ করে তোলে ।


বলতে পার, কী আছে ঐ মৃর্খ পর্দার ?

নেই কোনও গুণ, নেই সচলতা, জীবনের তরী,

থাকির মধ্যে রয়েছে শুধু অহংকারী আভিজাত্য ।

মানুষ শুধু দেখতে পায়,

পর্দার ওপর ভেসে ওঠা কিছু ঘটনা,

কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে

বাস্তবতার কোমল হাতের বর্বর ছোঁয়া,

যা হয়ত অন্য কিছু বলতে চায় ।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama