জীবনের পর্দা
জীবনের পর্দা

1 min

16.9K
সিনেমা হল,
সেখানে তো আমরা কমবেশি সবাই যাই :
অথচ কজনই তার অন্তর্নিহিত সত্য বুঝতে পারি,
পারি না বললে ভালো হয় কজন বুঝতে চাই ?
সিনেমা হলে পর্দার ওপর ফুটে ওঠা আলো,
যা পর্দাকে আকর্ষণীয় করে তোলে,
সেই পর্দার শোষণই ঐ আলোর
জীবন দুর্বিষহ করে তোলে ।
বলতে পার, কী আছে ঐ মৃর্খ পর্দার ?
নেই কোনও গুণ, নেই সচলতা, জীবনের তরী,
থাকির মধ্যে রয়েছে শুধু অহংকারী আভিজাত্য ।
মানুষ শুধু দেখতে পায়,
পর্দার ওপর ভেসে ওঠা কিছু ঘটনা,
কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে
বাস্তবতার কোমল হাতের বর্বর ছোঁয়া,
যা হয়ত অন্য কিছু বলতে চায় ।।