জীবন বোধ হয়
জীবন বোধ হয়
1 min
357
জীবন বোধ হয় বদলে গেল বাইরে গেলেই অনিশ্চিতের জুজু
শহর মাপে একলাটে কাক, প্রেম পিরিতি সব কিছু থাক রুজু
ট্রেনের চাকায় জং ধরেছে, হাওয়াই জাহাজ মেঘের আদর খোঁজে
হাফ জনতা বন্ধ ঘরে কেমন জ্বালা আধ জঠরের, বোঝে
আটকে আছে যে যেখানে, বুঝছে তবু খুঁজছে মানে, কেন
টিভির খবর ভয়ের বাসা, ভবিষ্যতের রাস্তা ঠাসা ম্যানহোল
বাঁচার তাগিদ এক করেছে আঁকড়ে কেমন হাত ধরেছে, লোকে
বিন খাবারে কেতরে শোয়া, পথের কুকুর রান্না ধোঁয়া শোঁকে
হল্লা ভিড়ের সেই সুদিনে, ফিরবে কি আর রাস্তা চিনে মানুষ
প্রেম হবে কি লাজ কিশোরীর, উঠবে শুনে শিউরে শরীর, 'জানু'
রাজপথে কি হাঁটবে মিছিল, ছুঁড়বে মুঠো বঞ্চিত দিল লোকে
উৎসবে সব দুঃখ ভুলে, দেবে কি আর রঙিন ফুলের বোকে?
বদলে যাচ্ছে জীবন এবার বদলে যাচ্ছে এই পৃথিবী বুঝি
অনিশ্চিতের আঁখ মিচোলি পালিয়ে বাঁচার অন্ধ গলি খুঁজি।