জানিনা
জানিনা


না কোন গানে উঠে আসে কোন অতীত।
জানিনা ক্যারাম চত্বরে স্ট্রাইকারেরা এখনো গোলাপি গুটি খোঁজে কিনা ।
জানি না কাঁচের প্লেট ভাঙলে কে বেশি ব্যাথা পায়- মা নাকি কাজের দিদি।
জানিনা কতটা নাস্তিক হলে ঈশ্বরের দেখা মেলে।
জানিনা রাত কতটা বিষাদের হলে সকাল অনেক দেরিতে হয়।
শুধু এটুকু জানি, পিছতে পিছতে দেয়ালে পিঠ ঠেকে গেলে ... আবার সামনে এগোতে হয় ।