হঠাৎ ঘূর্ণন
হঠাৎ ঘূর্ণন


বুঝিনি শেষ কবে
ঘূর্ণাবর্তে রেখছিলাম
নিজস্ব ঠিকানা।
শুধু জানি
তার কেন্দ্রীয় টান.......
দৃরবর্তী নক্ষত্রের কাছে
নিক্ষেপ করে ক্লান্ত যখন ;
তখনও তুই
কঠিন হিসেব কষে
মেপে যাচ্ছিস......
তোর মতো করে আমাকে,
তোর মন-গড়া
অঙ্কের খাতায়।
বুঝিনি শেষ কবে
ঘূর্ণাবর্তে রেখছিলাম
নিজস্ব ঠিকানা।
শুধু জানি
তার কেন্দ্রীয় টান.......
দৃরবর্তী নক্ষত্রের কাছে
নিক্ষেপ করে ক্লান্ত যখন ;
তখনও তুই
কঠিন হিসেব কষে
মেপে যাচ্ছিস......
তোর মতো করে আমাকে,
তোর মন-গড়া
অঙ্কের খাতায়।