হঠাৎ দেখা হলে (শারদ সংখ্যা)
হঠাৎ দেখা হলে (শারদ সংখ্যা)
হঠাৎ দেখা হলে-
নিঃশব্দে বলে দিও তাকে, ভালো আছি
ভীষণ রকম ভালো আছি-
এই পৃথিবীর মতো,
শুকিয়ে যাওয়া একটা নদীর মতো-
অথবা, ভালো আছি-
ঝরা পাতার সেই বৃক্ষের মতো।
হঠাৎ দেখা হলে-
চোখের ভাষায় বলে দিও তাকে- ভালো আছি
গহিন নিভৃতে ভালো আছি-
কঠিন আকাশে রাত্রির মতো,
পথে পড়ে থাকা তৃণ'দের মতো,
অথবা, ভালো আছি-
পথ ভোলা সেই পথিকের মতো।
হঠাৎ দেখা হলে-
তাকে ছুঁয়ে একবার বলে দিও-
এখন সত্যিই ভালো আছি
অভাব গুলো জমিয়ে রাখা-
একটা নির্বাক পাহাড়ের মতো।