হলুদ ফুল
হলুদ ফুল


ঠিক সন্ধ্যের আগে যখন ঝিঙে ফুল
চারদিক হলুদ করে দিত, তখনই
তোমার হলুদ ফ্রকে
তোমাকে পেয়ে যেতাম
তারপর তুমি আমি
ঘুরে বেড়াতাম একসাথে,
হোক না স্বপ্ন মিথ্যে
কিন্তু তোমাকে তো পেতাম ?
জানি স্বপ্নের বাস্তব আর
বাস্তবের স্বপ্ন নিঃস্বার্থক
তবুও বলছি আমি আজও
তোমার স্বপ্নে বেঁচে আছি
আমি আজও হলুদ ফুল দেখলে
তোমাকে দেখতে পাই
তুমি হয়তো জানতে না
সেই ঝিঙে গাছে প্রতি সকালে
আমিই জল দিতাম