হলদে স্বপ্ন
হলদে স্বপ্ন


অচেনা রোদ্দুরে দেখেছিলাম লালচে তিল,
ফুটপাত জোড়া বৃষ্টিপাত,ঘুরে ফিরি রাতদিন
আদুরে বিকেল;সাড়া দিল মনকেমনের ডাকপাখি।
বেনামী সম্পর্ক,মনের কোলে তুমিও দিলে ফাঁকি;
চেনা খামের অচেনা মোড়ক,পাতায় ওড়ে গোলাপি বুদ্বুদ
মুছে ফেলি মুখ,এখন আমি ব্যস্ত ভিড়ের আগন্তুক।
রেলিং ধরে খুঁজতে বেরোই অন্ত্যমিল,
হাতে থাক নীলচে রাত,কানে গোঁজা পেনসিল।