হারানো-প্রাপ্তিঅর্ক চক্রবর্তী
হারানো-প্রাপ্তিঅর্ক চক্রবর্তী
ফিরে যেতে চাই, সেই দিনে
যেই দিনে,দুঃখ ছিলো নাকো
রঙিনতায় ছিল ভরে,
সেই দিন পাইব কি কভু ফিরে
যা হারিয়ে গেছে মিছে দুনিয়ার ভিড়ে
যেতে চাই ফিরে সেই ভুবনে
যা অমলিন স্বপ্ন ছড়িয়ে দিয়েছিল জীবনে
যদি পারি সেই দুনিয়ায় ফিরে যেতে
আসিব না আমি এই হিংসার পৃথিবীতে
পাইব না আমি সেই স্বাদ
আকাশ- পবন ঘুরে এলে
যা পাইব আমি
হারানো দিনে ফিরে গেলে
যখন আমি দুটি নয়ন দিয়ে
এই পৃথিবীর পানে চায়
লোভ,হিংসা, বিদ্বেষ ছাড়া আমি
কিছু না দেখিতে পাই
যদি এই দুনিয়ার পানে চেয়ে
পারি যদি দু-চোখ বুঝিতে
হারানো প্রাপ্তিগুলো ফিরে পাবো
সকল দুঃখ সয়ে
