গন্তব্যে যাও
গন্তব্যে যাও
ওহে, বালিকে
যাচ্ছো যাও, সোজা হনহনিয়ে হেঁটে যাও
পেছনে শিসের আওয়াজ শুনতে পাচ্ছো
এক কান দিয়ে ঢোকাও,
অন্য কান দিয়ে বের করে এগিয়ে যাও,
পেছনে ফিরে তাকিও না,
অনেকেই শিস দেবে, ডাকবে,
কোনদিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে
গন্তব্যে পৌঁছে যাও।
ওসব পাত্তা না দিলে ও চলবে,
যদি একবার পেছন ফিরে তাকিয়েছ
তো মরবে, নির্ঘাত মরবে
দলবদ্ধ দুপেয়ে জীবেরা হামলে পড়বে
খুবলে খাবে, টানাটানি করবে
ভুলে ও তাকিও না, নিজের পথেই চলো।
----------------
