STORYMIRROR

বিকাশ দাস

Abstract

2  

বিকাশ দাস

Abstract

ঘরোয়া প্রেম

ঘরোয়া প্রেম

1 min
395



আমার পালকহীন একাকীত্ব পড়লে ঘুমিয়ে

তুমি শুয়ে পড়ো আমার পাশে ঘর গুছিয়ে।


শরীরে স্পর্শের অনুভব নির্বিকারে খেলা করে।

আমি ক্রমশ গাছ হয়ে উঠি মাটির গুঁড়ি ধরে।


দু’চোখে অন্ধত্ব জড়িয়ে থাকতে বেশ ভালো লাগে

বেঁচে থাকার শৈলী আঁকড়ে এক দু’জনের অনুরাগে।


দু’মুঠো ভাত স্বপ্নের থালায়

ধুলো-ঝাড়া আকাশ মাথায়

সেঁটে থাকা কপালের লাল টিপ ভোর ভাসানো ঘরোয়া সুখ

দিনমান রোদ-পোড়া সংসার আয়নার কাচে জ্যোৎস্নার মুখ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract