এই শরতে (শরৎকাল)
এই শরতে (শরৎকাল)


আলতো পায়ে শরৎ আসে
আকাশ ছেয়ে নীলচে্-সাদা বাহার
রৌদ্দু-আলো খেলার মাঝে মেঘছায়া ভাসে
মাঠে ধারে নদীর পরে কাশফুল অভিমানী
শরৎকালে মা শারদা আগমনী
ভোরের কুয়াশায় শিউলী ভিজা ঘ্রাণ
মা তুমি এসো ঘরে অপেক্ষায় মন-প্রাণ
কত শতদল ফুটেছে সরোবর জুড়ে
মনে হয় যেন মায়ের স্পর্শ লেগে আছে তাতে
হিমেল হাওয়া দিচ্ছে দোলা দিক-দিগন্তরে
উড়বো এবার শরৎকালে মনে ডানা মেলে।