মূল সমাধান (সোজা কথা)
মূল সমাধান (সোজা কথা)
1 min
224
সোজা কথার ব্যাঁকা ধরণ
খুঁজতে গিয়ে তুমি
বৃথাই করো সময় নষ্ট,এই বলবো আমি
সোজা কথা, সোজাভাবে বুঝতে তো শেখো নি!
সোজাসুজি, খোলাখুলি বলছি আমি তাই
জীবন যত সোজা চলে তত ভালো ভাই
একটু চেষ্টা করো সোজা কথা বলতে
দেখবে কাজ সহজ-সরল হয়েছে আগে চেয়েই।
