STORYMIRROR

PARAMITA BASAK

Tragedy

2  

PARAMITA BASAK

Tragedy

এই মেয়েটা

এই মেয়েটা

1 min
475


এই মেয়েটা

তুই এলি কেন এই জগৎ এ

কি আছে তোর তোকে ছাড়া।

এই মেয়েটা 

তুই এলি কেন এই জগৎ এ

কি আছে তোর দুঃখ ছাড়া।

এই মেয়েটা

ভুলে গেলি ছিলিস বেঁচে

যে কটা দিন মায়ের কোলে ছিলি,

সকল বেলার সোনালী আলো

মনের মধ্যে খেলতো ঝিলিমিলি।

উঠতো জেগে মনের মধ্যে

বেড়ে ওঠার গান,

ছিল স্বাধীন পাখির মতো

তোর ক্ষুদ্র প্রাণ।

আজ হায় আর দিন গুলি সব

মনে রাখা দায়,

মন শুধু আজ সবের মধ্যে

একটু শান্তি চায়।

এই মেয়েটা ভালোই ছিলিস

নতুন জীবন খুঁজতে,

হারিয়ে গেলো সোনার যুগ

নতুন শুরু বুজতে ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy