এই জীবন
এই জীবন
জীবনে তোমার শৈশব
এনেছে কৈশোর।
যৌবন এসেছে
তাকে পার হয়ে।
হিসেব কি করেছ
এই সময়ের
যা তুমি আজ
পার হলে।
সময় নদীর স্রোত
মানে না মানা
অজান্তে বয়ে যায়
রাখেনা সীমা।
জীবনের সীমারেখা
অতীব কঠিন
পারিবেনা রাখিতে তারে
সতত রঙিন।
সীমাহীন থাকিবে তুমি
আজ কাল বা তারও পরে
যদি তুমি প্রোথিত
থাকো মানুষের গভীরে।