প্রতীক্ষা তোমার জন্য
প্রতীক্ষা তোমার জন্য
সেদিন পশ্চিম আকাশে সূর্য অস্ত গিয়েছিল
পূব আকাশ কে বিদায় জানিয়ে,
বসন্তের হিমেল বাতাস ছুঁয়ে গিয়েছিল
ভিক্টোরিয়ার পরী কে।
শুধু তোমার নিঃশ্বাস স্পর্শ করেনি
পায়ের শব্দ শিহরিত করে নি আমায়।
বসন্ত নিঃশব্দে চলে গেছে সময়ের সাথে
না জানিয়ে আমায়।
আমি জানি আবার সকালের সূর্য
আমাদের খুশিতে ভরিয়ে দেবে
তোমার চোখ ভরা খুশি আমায় এনে দেবে বসন্ত।
আমি বসে আছি সেই আশায়
তোমার প্রতীক্ষায়।