দূরের সম্পর্ক
দূরের সম্পর্ক


করোনা, দূরের বোন আমার
কেন তুমি করছো বাড়াবাড়ি?
বাড়াবাড়ি টা করোনা
জানি, হয়েছে তোমার, রাগ, অভিমান
তা কি আমি বুঝি না ?
দিচ্ছি কথা , আর যদি পাই দেখা
তোমায় আমি ফেরাবোনা
অবহেলিত, অভিমানে ভরা
তোমার কাছে প্রার্থনা
করো আমায় মার্জনা
বড়ো বলে কি আমার
চাইতে নাহি ক্ষমা
আমার, চাইতে নাহি লজ্জা
এক কণা