Bikramjit Sen
Abstract Tragedy
আগে মানুষ ছিল
সাদামাটা
পায়ে জুতো জোডা
হাতে বই খাতা
হঠাৎ গেলো সে খেপে
নেচে উঠল
মন তার শেষে
লোভ সম্বরণ না করতে পেরে
বাড়ি গাড়ি
বরবাদ জীবন
মহাশূন্যে মিশে
রইলনা তার আপন বলতে কিছু
এখন বৃথা ভাবিস
কেনো রে পগলু
সংশয়
এই যে মনে
কবে আসবে আমা...
কোরোনা
দূরের সম্পর্ক
মানুষ
তোমার সুর...
অপবাদ অপবাদ
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
গোধূলি বেলা গোধূলি বেলা
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
হারিয়ে যাবে একলা পাখি হারিয়ে যাবে একলা পাখি
পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা | পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা |
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
ঈশান কোনে গুরুগুরু মেঘ ঈশান কোনে গুরুগুরু মেঘ
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা। প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,
মুহূর্তগুলো হারিয়ে যায় কালের গহ্বরে। মুহূর্তগুলো হারিয়ে যায় কালের গহ্বরে।