STORYMIRROR

Anushrita Biswas

Inspirational Children

3  

Anushrita Biswas

Inspirational Children

দুগ্গা এল (অনুশ্রীতা বিশ্বাস )

দুগ্গা এল (অনুশ্রীতা বিশ্বাস )

1 min
399



কুমোর টুলির ভোর আকাশে,

শারদ শারদ গন্ধ ভাসে।

আশ্বিনেরই শিউলি ঘ্রাণে-

শিশু হৃদয়ে ছুটির টানে।

ওই যে মা দুগ্গা আসে

মহিষাসুর ও পাশে পাশে।

লজ্জামুখি কলা বউ -

ডেখোর খেয়ে গনুর পাশে ,

পেট ফুলিয়ে বসে আছে।

কার্তিকের ই হচ্ছে মজা-

টাক দুম দুম আরও সাজা।

পেঁচা রাতের অন্ধকারে-

জেগে বসে রয় গাছের ডালে।

লক্ষী তখন রেগে গিয়ে

কান টি ধরে আনলো ধেয়ে।

সরস্বতী বীণা নিয়ে

গানটি ধরে গগন ছেয়ে।

শারদ শারদ গন্ধ ভা

সে।

ওই দেখো ওই শিউলি গাছে

সুখ পাখি টা বসে আছে।

কুমোরেরই ভাঙা খাটে

সাত রংয়েরই পসরা সাজে।

দুগ্গা মায়ের ত্রিনয়ন আঁকে ৷

চারদিনেরই মহোৎসবে

মানবজাতি কলেরবে।

আশার আলো উঠুক ফুটে

সকল গরীবের ঘরে ঘরে।

মাতৃ স্নেহ বুকে নিয়ে

মাতৃ বোধন করি তবে।

শারদ ধ্বনি বাজুক রবে।

সিঁদুর আলতার জবান বাণী

পাক সধবার সিথী খানি।

বিজয়ারই দুঃখে ঘেরা-

মিষ্টি রসের আদর ভরা,

পরিপূর্ণ ভালোবাসা -

ছুক গুরুজনেদের

শ্রী চরণখানি।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational