দিনান্তে
দিনান্তে
অস্তরবির রঙিন ছটায়
দিগন্তের ওই শেষ সীমানায়
ওইখানেতে দিনের অবসান।
সাঁঝকুমারী দীপ জ্বালে ওই
রাতের বুকে চন্দ্রমা কই
তারায় ভরা আকাশ দীপ্তমান ।
অস্তরবির রঙিন ছটায়
দিগন্তের ওই শেষ সীমানায়
ওইখানেতে দিনের অবসান।
সাঁঝকুমারী দীপ জ্বালে ওই
রাতের বুকে চন্দ্রমা কই
তারায় ভরা আকাশ দীপ্তমান ।