চলো যাই কাশবনে
চলো যাই কাশবনে
ওই দ্যাখো কাশের বনে কাশফুল ফুটে
শারদ প্রাতে,
চল যাই কাশ বনে তুমি আমি মিলে
আলাপ জমাতে।
প্রথম সাক্ষাৎে যায় কি বলা অনেক কথা
ওহে বালা!
রোজ রোজ অনেক কথা বলে গাঁথলাম
কথামালা।
তপন দহনে নয়, শ্রাবণের ঘনঘটায় নয়
আগমনী সুরে,
ভালোবাসার পৃথিবী রাঙিয়ে দিয়ে থাকলে
হৃদয় জুড়ে।
হাড় কাঁপানো ঠাণ্ডায় প্রেমের উষ্ণ উপহার
চোখে মুখে,
খুশির হাসি হেসে রোদ বৃষ্টিতে থাকলে
সুখে দুখে।
বারে বারেই মনে পড়ে যায় কাশবনে
কাশফুল সাজ,
যেন নীলাকাশে ভেসে যায় মেঘের ভেলা অপরূপ কারুকাজ।
মনে পড়ে সেদিনের সেই হাসি যা নির্মল
সকালের মতো,
সবুজ ঘাসের বিছানা চাদরে কবিতা লেখা
কত - শত।
মনের ঘরে সেই একই তান প্রকৃতির
রূপের ছটায়,
কাশবনের কাশফুল মনকে চির আনন্দে
সুরে মাতায়।
কাশফুল সুখের পরশে ঘুচালো গুমোট
মনের অবসান,
আগমনীর বার্তা সুরে হিমেল পরশে জুড়ল
মন - প্রাণ।

