STORYMIRROR

Badhan Ghosh

Romance Tragedy

2  

Badhan Ghosh

Romance Tragedy

ছোটবেলা

ছোটবেলা

1 min
797

কাল্পনিক চরিত্রগুলো যেন আজ হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে

কল্পনা আর কই বাস্তবতাই আজ সমস্ত মন জুড়ে।

যতো বড়ো হয়েছি ততোই কল্পনা হয়েছে ঘোলা

কোথায় সেই নন্টে-ফন্টে,কোথায় সেই সান্টার ক্লসের ঝোলা।

বাস্তব চরিত্রগুলো আজ কেমন যেন বিষিয়ে দিচ্ছে মন

বর্তমানের কঠিন্যতায় কোনরকমে কাটছে জীবন।

বড়ো হয়ে আজ বুঝতে পারি ছোটবেলায়,ফিরে যাওয়া আর সম্ভব নয়

ছোটোবেলার সেই দিনগুলোই ছিল সবচেয়ে মধুরময়

তবু হাজারো ব্যস্ততার মাঝে আজও প্রার্থনা করি বারবার

যদি ফিরে পেতাম সেই ছোটবেলাটা আবার।


Rate this content
Log in

More bengali poem from Badhan Ghosh

Similar bengali poem from Romance