বসন্তের শেষ দিনে
বসন্তের শেষ দিনে
বসন্তের শেষ দিনে
ঝড়ে পড়া পাতার মাঝে তোমার আসা
হঠাৎ করেই না জানিয়ে
কোনো এক ভয়ংকর সুন্দর রূপে
আমি তখন ব্যাস্ত প্রবল
আড়চোখে দেখি তোমায়
তুমিও তাকাও আড়চোখে
দৃষ্টি বিনিময় হয়।
দাঁড়িয়ে পড়ে সময়
তুমি চোখ দিয়েই বল যে "আসব আমি "
বলে হেসে দাও ।
দূর থেকে তোমার আসা দেখতে দেখতে
আমি প্রকৃতিকে বলি
"তোমার বসন্ত শেষ তো কি
আমার বসন্ত তো সবে শুরু"।

