ওই যে
ওই যে
ওই যে চাতাল আছে না
যেখানে কলকাতার গন্ধ পাওয়া যায়
ওখানে গিয়ে বসব একদিন
দোতারা নিয়ে গান ধরব।
বাউল হয়ে চলে যাব গানে
দোতারা ধরে গান আঁকব
সব ছেড়ে মিশে যাব।
মিশে যাব কলকাতায়, বাউলে, গানে।
ওই যে চাতাল আছে না
যেখানে কলকাতার গন্ধ পাওয়া যায়
ওখানে গিয়ে বসব একদিন
দোতারা নিয়ে গান ধরব।
বাউল হয়ে চলে যাব গানে
দোতারা ধরে গান আঁকব
সব ছেড়ে মিশে যাব।
মিশে যাব কলকাতায়, বাউলে, গানে।