STORYMIRROR

oindrila chakraborty

Fantasy Others Children

3  

oindrila chakraborty

Fantasy Others Children

বকুল চাচার ঝুলি

বকুল চাচার ঝুলি

1 min
321

খোকার আমার মন বসে না পড়ায়

গোকুলপুরের বকুল চাচা যেই না আসে পাড়ায়

ছোট্ট ঝুলি কা৺ধেতে তার

মাটির পুতুল রঙ বেরঙের খেলনা আর।


ঝুলির ভিতর মোমের পুতুল 

বাহারি তার কানের দুল

থাকনা এখন পাঠশালার ওই পড়া

লক্ষ্মীপে৺চার চোখটি ছানাবড়া।


বিষ্ণুপুরের চিনামাটির বাসনগুলি বেশ

আলোয় ওঠে ঝলমলিয়ে সিংহমামার কেশ

জাতীয় পাখি পেখম মেলে নাচে তা ধিন্ ধিন্

ময়না কেন কয়না কথা রয়েছে বাক্যহীন।


বাপুরামের সাপটির নেই চোখ, নেই দা৺ত

ঝুলির ভিতর বসে বুঝি খায় দুধ ভাত

গরূর গাড়ি করে কে চলেছে গ্রামের পথে

মাটির কলসী কা৺ধে বংশী বদন তাতে।


বকুল চাচার ঝুলি পূর্ণ এ সব নিয়ে

রামকৃষ্ন, বিবেকানন্দ ও বেরোয় ঝুলির ভেতর দিয়ে

বিদ্যাসাগর, রামমোহন গর্ব মোদের দেশের

অনুস্মরণ কর এদের,এরা মহান সর্বকালের।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy