কতটা স্বাধীন তুমি
কতটা স্বাধীন তুমি


পাড়ায় পাড়ায় ফুলের স্তবকে সুসজ্জিত বেদী
উড়ছে ধ্বজা সকল গৃহের আলয়ে
বৃদ্ধাশ্রমে জন্মদাত্রী মায়ের চোখে জল
তবু বলছে সবাই ভারতমাতার জয়।
মাইকে দেশভক্তির গানে আয়োজিত
দেশপ্রেমীদের অগনিত ভক্তির প্রণামি
পথের ধুলোয় ক্ষুধিত শিশুর করূন চিত্ত
বলে দেয় কতটা স্বাধীন তুমি
রাস্তা জুড়ে জাতীয় পতাকায় উদ্বেলিত জয়গান
চেয়ে দেখো কত শত শহীদের রক্তে রাঙানো আমাদের জন্মভূমি
মধ্যরাতে অফিস ফেরত একলা মেয়ের আর্তনাদে
বুকে হাত রেখে বল কতটা স্বাধীন তুমি।
ঘরে ঘরে বধুহত্যা শিশুপাচার অত্যাচার
সপ্তদশ শতকের দ্রৌপদীর বস্ত্রহরণ নিদারূন লজ্জার মাতৃভূমি
বর্তমানে এমন কত না অসহায় নারীর চিৎকার জানিয়ে দেয় আজ বিশ শতকে ও কতটা স্বাধীন তুমি।