STORYMIRROR

Moinak Dutta

Classics

3  

Moinak Dutta

Classics

বিকেলের আলো

বিকেলের আলো

1 min
602


বিকেলের আলো আঁকে ছায়াপথ


ঘুম ঘুম শহরের শরীরে


নিঝুম আধোচেনা জনপদ

আমিও তুলে রাখি কুড়িয়ে,


(তোর সাথে দেখা নেই একযুগ

তবু তোর মুখ খুজি রোজ রোজ

সূর্য তাই দেখে বুঝি দেয় ডুব


মেঘেদের কাছে চলে তোর খোঁজ,)


বিকেলের আলো বড় মায়াবী


শহরও জানে তা আলবাৎ

তাই সে মেখে নেয় যত পারে


আমিও ভরে নিই দুই হাত,

(তোর সাথে কথা নেই আট মাস

তবু তোর কথা শুনি বাতাসে

বিকেলের আলো বড় মায়াময়


ছায়াছবি এঁকে চলে আকাশে)।


Rate this content
Log in