চল্ হেঁটে যাই
চল্ হেঁটে যাই
চল্ হেঁটে যাই বিকেলের পথ
আদুরে আলোয় মাখা
দিনশেষে আরও একবার
তোর সাথে একা
গাছেদের কথা ফিস্ ফিস্
ঘাসের জলজ ঘ্রাণ
চল্ হেঁটে যাই আরও একবার
আদুরে আলোয় করি স্নান।
চল্ হেঁটে যাই বিকেলের পথ
আদুরে আলোয় মাখা
দিনশেষে আরও একবার
তোর সাথে একা
গাছেদের কথা ফিস্ ফিস্
ঘাসের জলজ ঘ্রাণ
চল্ হেঁটে যাই আরও একবার
আদুরে আলোয় করি স্নান।