STORYMIRROR

আগন্তুক ০০৯

Inspirational Others

4  

আগন্তুক ০০৯

Inspirational Others

বিহঙ্গ শুধায়

বিহঙ্গ শুধায়

1 min
307


......................................................................




মিঠি মিঠি চাদরে -হালকা উষ্ণ আদরে , ফালি এক ঐ লাজুক রৌদ্র খানি;

বিহঙ্গ যতো কোলাহলে ততো, শুধায় জানি তবু, প্রেমেরই আকাশ বাণী!

বাণী ধরিয়াছো জীবন-জয়গান ,গাহিবো ফিরে ফিরে ঐ জীবন বাণী;

হার না মানা হার মুক্ত গলায় , শুধু যে জয় , জয়কেই মানি!




কোন স্বপ্ন উড়ান উড়ায়ে হোথায় ,মেলিয়া আসমান জুড়িয়া - 'আনন্দ মেলা' ;

নিশিদিন হারায়ে শোক ,কহিবে কি খেলিবো কেমনে হোথায় , সুখেরই খেলা?

বিহঙ্গ শুধায় মনের ভাষা , কিচিরমিচির বহমানে আসমানে পরিধান;

ছাড়িয়া জমিন যবে মেলিলো দুটি পঙ্খ , কমায়ে পার্থিব হাজার ব্যাবধান!




কাহার লাগি বাঁচিয়াছো ? উড্ডয়ন শ্রেয় আসমানে - একলা একেলা হে 'বিধূর' ;

পার্থিব জগতের না বোঝা ভাষায় ,এ জগৎ তব লাগি বহু দূর!

কোন আনন্দ 'অনুঘটক' সঙ্গে লয়ে, দুঃখ সকলই অন্তর্ধান?

ফেলিয়া পিছে বেদনা রে , কেমনে করিয়া ছিন্ন সকলই পিছুটান?




তব উড্ডয়ন আঙ্গিকে আসমানে শোভা, ঝাঁকে চলা উড়িয়া, তব সই ;

মন মাঝে তব আনন্দ সকল, আসমান সহিত যেনো,করিয়া ভাগ লই!

তব হৃদয় যেনো অনিমা ,থমকে না থাক্ এ অগ্ৰগতির উড্ডয়ন ;

মোরে দিও কভু গতির স্পর্শখানি, করি যদি সীমাহীনে বিচরণ.... !



.................................................................


@@ আগন্তুক _ _((০০৯))




Rate this content
Log in

Similar bengali poem from Inspirational