বিবেকানন্দের জন্মদিন ১
বিবেকানন্দের জন্মদিন ১


সৃষ্টি এমনই হয়,
যার আলো কম, উজ্জ্বলতা অনেক বেশি,
কঠিন দৃঢ় কণ্ঠে সুদৃঢ় হয় ভূমি,
বুকের ভিতর নিঃশ্বাসও নির্মল হয়,
দিকে দিকে ছড়িয়ে যায় আলো,
পবিত্র হয় জল, বায়ু , আকাশ।
এসব তুমি আমি নয়,
তোমার জন্মই তোমার পৃথিবী,
তোমারই সম্পূর্ণ এইসব
আমাদের, বেঁচে থাকার অধিকার ।।