STORYMIRROR

Indrani Halder

Tragedy Classics Others

3  

Indrani Halder

Tragedy Classics Others

ভুলিনি কোনোদিনই

ভুলিনি কোনোদিনই

1 min
140

তোমারে আমি ভুলিনি কোনোদিনই ।

সারাজীবন থাকবো বোধহয় ভালোবাসায় ঋণই ।।

শারদ প্রাতে হাতে হাত রেখেছিলাম মধ্যরাতে ।

হঠাৎ করেই ছেড়ে গেলে আমায় মাঝপথে ।।

সবসময়ই তুমি থাকবে আমার মনে । 

গোটা দুনিয়ার আড়ালে বাসবো ভালো গোপনে ।। 

আমার তুমি শুধুই আমার মনে থেকো ।

পারলে তুমি অন্যের হয়ে অন্যকে ভালো রেখো ।।

তোমার আমি দূরে গেছি কেবলই সরে সরে ।

তুমি ডাকলে আবারও আসবো নির্দ্বিধায় ফিরে ।।

তোমারে আমি ভুলিনি কোনোদিনই ।

আগের সবকিছু স্মৃতি হয়ে থাকবে চিরদিনই ।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy