ভবিষ্যৎ - অতীত
ভবিষ্যৎ - অতীত


ধরো যদি আজব রকম কান্ড ঘটে আজ
আদিম মানুষ চিল্লায় বলে, আমরা মহারাজ।
অতীত যদি ওদের পিঠে বেতাল সম চেপে
নিজের গুরুত্ব স্থাপন করতে ওঠে হঠাৎ ক্ষেপে।
তবে কি তা মেনে নেবে বিজ্ঞানীদের মাথা?
তাচ্ছিল্যের হাসি দিয়ে বলবে নাকো 'যা তা!'
আমি ভাবছি ইতিহাস আর বিজ্ঞান একসাথে
না লড়ে, পাশাপাশি চলতো যদি সাথে,
দারুণ হত, শিখতাম আমরা যুক্তিনির্ভর ব্যাখ্যা
আর তথ্যনির্ভর অতীতগুলো দিত মোদের শিক্ষা।
লড়াই বড় খারাপ জিনিস, জ্ঞানের বিপরীত,
হাতের উপর হাত রাখোতো ভবিষ্যৎ - অতীত।