শিক্ষার মূল্য
শিক্ষার মূল্য
1 min
1.3K
বিশাল বড় স্কুলবাড়িটা
বিশাল খেলার মাঠ,
বিশাল ব্যাগে মাপছে শিশু
ভবিষ্যৎ আটঘাট।
স্বপ্ন বিশাল নিদ্রা স্বল্প
অনেকখানি পথ,
ভিন্ন ভিন্ন ভাষার শব্দে
ভিন্ন মুনির মত।
টাকার অঙ্কে দাঁড়িপাল্লায়
শিক্ষার দর চরে,
মাথার চেয়ে পকেট জোরে
সার্টিফিকেট গড়ে।
বিশাল এই প্রতিযোগিতায়
বিশাল ডিগ্রী কাম্য,
সে সাফল্যে বাঁচবে আদৌ
'মনুষ্যত্বে সাম্য'??