ভালোবাসার অঙ্গীকার
ভালোবাসার অঙ্গীকার

1 min

543
ভালোবেসে কথা রাখা
নয়তো বড়ো সোজা,
সব থেকে তো কঠিন কাজটি
মনের মানুষ খোঁজা।
মনের মানুষ পেলে
হাত ছেড়োনা ভুলে,
থাকলে পাশে অথৈ জলেও
পৌঁছাবে ঠিক কূলে।
প্রমিস ডে তে এটাই থাকুক
মনের অঙ্গীকার,
মনের মানুষ পেলে
তাকে হারাবো না আর।
অভিমান এর প্রশ্ন এলে
আর হবে না দেরি,
রাগ ভাঙ্গাবো যত্ন করে
ভুলে সব তাড়াতাড়ি।