STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Inspirational

3  

Paula Bhowmik

Drama Action Inspirational

ভালো রেখো সকলকেই

ভালো রেখো সকলকেই

2 mins
135

অ এ অজানা এক ভয় যেন গ্রাস করতে চাইছে,

একটা ঘন কুয়াশার অস্পষ্ট চাদর যেন ঘিরে ধরছে।

আমাকে একদম স্হবির করে দিতে চেষ্টা করছে,

মানুষের চলন বলন দেখে আন্দাজ হচ্ছিল আবার,

লকডাউন হতে পারে, বন্ধ হতে পারে সকল দুয়ার।

একুশ সালে আনলক কথাটা শুনতে বেশ লাগছিল,

বাইশের শুরুতে লকডউন ঘোষণায় ভয় ঘিরে ধরল।

বাঘ নয়, ভাল্লুক নয়, এ যেন এক বিশাল অজগর,

তাড়া না করে সম্মোহন করে, নিঃশ্বাসে ওর জহর।

হঠাৎ করেই শরীরটা খারাপ, পড়া লেখা দুইই বন্ধ,

হাত পা ভয়ে পেটে সেঁধিয়ে যায় শুনেছি, সব বন্ধ! 

যা শুনেছি হয় বিশ্বাস করেছি নাহয় উড়িয়ে দিয়েছি,

আজ তো হাত পা সহ পুরো আমিটাই ভয়ে কাঁপছি।

সন্ধ্যেতে হাওয়ার দোলাতে ফুলসহ ডাল নড়ছে,

তা দেখেও আমার দুহাজার কুড়ির ভয় মনে পড়ছে।

অন্ধই আজ হতে চাই, সাধ হয় এক কোকুন বানাই,

কল্পনার সূতো জড়িয়ে একটা বছর ঘুমিয়ে কাটাই।

কোনো মৃত্যুর খবর আমার কানে আর আসবেনা,

লোকেদের শেষ যাত্রায় তবে চোখের জল ঝরবেনা।

যতদিন এসব দুর্যোগ চলবে জাগার দরকার নেই,

বেশী কিছু নয়, জেগে একটা সুস্হ পরিবেশ চাই।

মাঝরাতে হঠাৎ প্যাঁচা টা ডেকে উঠলো করর কড়র,

যেন বলছে, এসব আজে বাজে চিন্তা একটু বন্ধ কর। 

একটু চুপ করে আরো শোনার চেষ্টা করতেই, 

কথা বলে উঠলো আবার কুড় কুড় কুড় কুড় করেই।

যেন বলছে, নানা রকম ঝামেলায় আমি বিরক্ত হই, 

তাই তো দিনের বেলায় পড়ে পড়ে ঘুমিয়ে রই। 

মানুষ স্বার্থপর বললেও, আমার কিছুই করার নাই, 

দিনে প্রায় অন্ধ, রাতেই শিকার করে খাবার খাই। 

আসলে কে যে প্রথম বন্ধু তা তো একদম মনে নেই, 

শেষের বন্ধু যে কে থাকবে তাও তো জানা নেই। 

নিজের মনে ভয়ে ও আতঙ্কে পথ চলি মাঝে মাঝেই, 

জানি, বন্ধুকে মনের কথা বললে চলাটা সহজ হয়, 

কিন্তু বন্ধু যদি বিপদে থাকে তাকে কি সব বলা যায়! 

ঈশ্বরের কাছে প্রার্থনা, ভালো রেখো তুমি সকলকেই, 

বন্ধু যেন ভালো থাকে, বরং আমিই যেন আগে যাই। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama