বেহিসাবি
বেহিসাবি


ঘরের মধ্যে একলা অ-সুখ
চার দেওয়ালের বন্দি ফাঁদ
বাইরে গেলে কষ্ট ভারি
নিশ্বাস নেয় কাল বাতাস।
তবুও আমি বেঁচে থাকি
তালকাটা সব ছন্দ আঁকি
কফির কাপে ঠোঁট ডুবিয়ে
নানা রঙের স্বপ্ন দেখি।
ওপারেতে খানিক দূরে
আমার মত একলা ঘরে
r: var(--primary-text);">তুইও তখন স্বপ্ন দেখিস
স্মার্টফোনকে সঙ্গী করে।
স্মার্টফোন তো আমারও আছে,
বন্ধ হঠাৎ মনের দ্বার!
হৃদয় তবু ভরসা রাখে;
স্বপ্নকে তোর, ছুঁয়ে দেখার।
স্বপ্নগুলো বেহিসাবি
সাওয়ার হল মেঘের পর;
দূরত্ব সব গেল ঘুচে
ছুঁয়ে দিল, হাত আমার।