বেহালার মহারাজ
বেহালার মহারাজ
বাংলার ক্রিকেটকে ভরিয়ে
দিল যে গৌরব
তিনি হলেন বেহালার
মহারাজ সৌরভ।
লর্ডসের স্টেডিয়ামে স্মরণীয় হল
তোমার জার্সি
ক্রিকেট প্রেমীদের মনে তুমি হলে
এক অবিস্মরনীয় যর্শী।
বাইশ গজের মাঠে আগ্রাসী ব্যাটিং...এর ধরনে
বোলারদের ভয়ে বুক কাঁপাত যিনি
প্রনাম তোমায় ইডেনের
মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি।