মা
মা
ব্যার্থতায় ভরা জীবনে যখনই তোমার কথা ভাবি,
মুখে আসে হাসি, হৃদয়ে দরজার কড়া নাড়া শান্তির দাবি।
পৃথিবীতে সবার উপরে আছে মায়ের স্থান,
কারন মায়ের ভালোবাসা সে তো ঈশ্বরের দান।
সন্তানের সুখেই মায়েদের সুখ সেটা সবাই জানে,
আমারই তাঁকে দুঃখ দিলে তারও মন যে কাঁদে।
মা তোমার নিঃস্বার্থ ভালোবাসার দান আমি,
পারবো কি এই জন্মে তোমার ঋন শোধ করতে আমি?