মেয়েদের কষ্ট
মেয়েদের কষ্ট
এখনকার ভালোবাসাগুলোয় প্রেমিকরা
চায় শুধু প্রেমিকার শরীর, ছুঁয়ে দেখে
নাকো আর হৃদয়ের গভীরতা আছে কতখানি!
ভালোবাসায় মেয়েরা রয়ে গেছে আজও বোকা,
শুধু বেড়ে গেছে এখন তাদের মুখের নানান কথা।
প্রেমিকের মনের কথা বুঝতে পারে সবই,
তাও কেনো বলে না দেবো-না তোমায় আমি শরীর?
শরীরের চাহিদা মিটে গেলে দেবে ছুঁড়ে ফেলে
আস্তাকুঁড়ের ঘরে, প্রতিবাদ না জানিয়ে কাঁদবে
শুধু প্রেমিকা শরীরের ক্লান্ত চোখের জলে।