STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Others

3  

SUBHAM MONDAL

Abstract Others

বছর শেষে

বছর শেষে

1 min
231

বছর শেষে ভালাে মন্দের দোদুলদোলায়,এমনি করেই পার হয়ে যায়,


প্রতিটা বছর যার মধ্যে নিহিত থাকে, প্রতি মুহুর্তের সমাহার.


যে মুহূর্তগুলাে জীবনের সাথে জড়িয়ে থাকে, জয়ের খুশিতে আপ্লুত হােক সবাকার মন


নিবিড় ভাবে,একান্তই আপন হয়ে, এক এক মুহূর্তের মূল্য.জীবনের কাছে অপরিসীম..। 

আর এই মুহূর্গুলি সবার জীবনে শুভবার্তা বহন করুক.

আগামীর শুভেচ্ছা সকলের তরে,খুশির প্রাবনে ভাসুক ক্ষণ হােক অবসান,

পুরােনাে গ্লানির, সতেজ হােক হৃদযের আঙিনা.

যাক মুছে যাক,জীর্ণতার মূৰ্ছনা,


Rate this content
Log in

Similar bengali poem from Abstract